প্রতিষ্ঠার ইতিহাস

 

বিদ্যালয়ের অবস্থানঃ

চম্পকনগর উচ্চ বিদ্যালয়টি গোদাগাড়ী উপজেলাধীন ১নং গোদাগাড়ী ইউনিয়নের ৭নং  ওয়ার্ডে চম্পক নগর মৌজায় অবস্থিত। গোদাগাড়ী উপজেলা সদর হতে পূর্বে হাইওয়ে রোড রেলগেট বাইপাস মোড় হতে ৫ কিঃমিঃ উত্তরে হাবাসপুর গ্রামের কাছে এই বিদ্যালয়টি অবস্থিত। 

বিদ্যালয় স্থাপনের ইতিহাসঃ

বিদ্যালয়টি সর্বপ্রথমে ১৯৯৭ ইং সালের সেপ্টেম্বর মাসে কানাইডাঙ্গা গ্রামে চাটাই ও টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করার মাধ্যম দিয়ে যাত্রা শুরু করে। কিন্তু উক্ত স্থানে সন্তোষ জনক ছাত্রছাত্রী ভর্তি না হওয়ায়  পরবর্তীতে কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে একটি গণ মিটিং আহবান করা হয়। উক্ত মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যেহেতু এই স্থানে ছাত্র-ছাত্রী কম, তাই বিদ্যালয়টি  স্থানান্তর করা আবশ্যক। তারই ফলশ্রুতিতে ২৫ মার্চ, ১৯৯৮ ইং সালে চম্পক নগর নামক স্থানে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। 

চম্পকনগর  উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ মুসা হক, সহকারী শিক্ষক জনাব মোঃ শহীদুল্লাহ ও জনাব মোঃ আব্দুল মালেক সহ বিদ্যালয়ের আশেপাশের লোকজন চিন্তাভাবনা করেন যে এলাকায় দুই একটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর অন্য কোন প্রতিষ্ঠান নাই। চম্পক নগর এলাকাটি একাধারে বরেন্দ্র ও আদিবাসী অধ্যুষিত এলাকা হাওয়ায় এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা আবশ্যক। তারই ফলশ্রুতিতে একটি গণ মিটিং আহবান করা হয়। উক্ত গন মিটিংয়ে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শ্রী মনোহর সরদার বিদ্যালয় স্থাপনের জন্য ৫০ শতাংশ জমি স্বেচ্ছায় দান করার জন্য জনগণের সম্মুখে অঙ্গীকার ব্যক্ত করেন। সেই মোতাবেক তিনি বিদ্যালয়ের নামে উক্ত পরিমান জমি দান করেন। ০১/০১/১৯৯৮ ইং সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ০১/০১/২০০০ সালে নিম্ন মাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় এবং ২০০৩ ইং সালে স্বীকৃতি লাভ করে। পরের বছর অর্থাৎ ২০০৪ ইং সালের মে মাসে নিম্ন মাধ্যমিক পর্যন্ত এমপিও ভুক্ত হয়। ০১/০১/২০০৬ ইং সালে নবম শ্রেণী পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় এবং ১১/০৬/২০১১ ইং সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। তারপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ২০২৩ ইং সালের জুন মাসে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানটি চারতলা ভবন সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে এবং শিক্ষা-দীক্ষা সহ সার্বিক দিক দিয়ে বিদ্যালয়টি অত্র উপজেলায় একটি  অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।